Advertisement

Mimi Chakraborty-Mini: বোনঝিকে সঙ্গে নিয়ে ড্রাগন রাইডে মিমি! মেলায় রিল নাকি রিয়েল ?

কসবা রথতলার কাছে 'মিনি মেলা', আর সেখানেই হাজির টিম 'মিনি'। অভিনেত্রী- সাংসদ মিমি চক্রবর্তী, অনস্ক্রিন বোনঝি অয়ন্না চট্টোপাধ্যায়ের সঙ্গে ফিরে গেলেন ছেলেবেলায়। ব্রেক ডান্স, ময়ূরপঙ্খী ড্রাগন রাইড থেকে শুরু করে বেলুন ফাটানো, ফুচকা খাওয়া, চুটিয়ে মজা করলেন দু'জনে। পর্দার মতো বাস্তবেও ধরা পড়ল তাঁদের দারুণ রসায়ন। এরকমই এক অসমবয়সী বন্ধুত্বের গল্প মৈনাক ভৌমিক বলেছেন 'মিনি' -তে। আগামী ৬ মে, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

Tollywood Actress Mimi Chakraborty and Ayanna Chatterjee enjoys ride at Kasba Mini Mela

Advertisement
POST A COMMENT