Advertisement

Mithun Chakraborty Exclusive: 'কাউকে কপি করিনি...অডিশন দিয়েই রহমত হয়েছি...,' 'কাবুলিওয়ালা' নিয়ে সোজাসাপ্টা মিঠুন

Mithun Chakraborty- Kabuliwala: ফের বড় পর্দায় আসছে রহমত ও তার খোকির গল্প। আগামী ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সুমন ঘোষ পরিচালিত 'কাবুলিওয়ালা'। এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে এবং ছোট্ট মিনির চরিত্রে রয়েছে শিশুশিল্পী অনুমেঘা কাহালি। এই ছবিতে ফুটে উঠছে ১৯৬৫-এর কলকাতার চিত্র। তবে মূল গল্পের সঙ্গে থাকবে বাস্তবিক প্রেক্ষাপটের মিশেল। গল্প বেশ কিছু পরিবর্তন করছেন পরিচালক। ট্রেলারে সেগুলি যথেষ্ট স্পষ্ট। কেন এই ছবিতে 'হ্যাঁ' বলেছিলেন মিঠুন? চিকিৎসকের বারণ সত্ত্বেও কার্গিল- পাকিস্তানের বর্ডারে শ্যুটিংয়ের অভিজ্ঞতা কেমন? 'কাবুলিওয়ালা'-র নানা অজানা গল্প নিয়ে, bangla.aajtak.in-এর সঙ্গে সুদূর আমেরিকা থেকে ভার্চুয়াল আড্ডা দিলেন 'ডিস্কো ডান্সার'।

Advertisement
POST A COMMENT