Advertisement

Nusrat Jahan On Pohela Boishakh: নববর্ষে কপালে কার নামের সিঁদুর নুসরতের?

গোটা টলিউড এখন ব্যস্ত নববর্ষকে নিজেদের মতো করে সেলিব্রেট করতে। তাই সেই তালিকা থেকে অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান কী করে পিছনে থাকেন। যে নুসরতকে আমরা সচারচর হট ড্রেসে দেখে অভ্যস্ত। সেই নুসরতই সেজেছেন একেবারে সাবেকিআনায়। হাতে শাখা পালা, লাল সাদা ল্যাহেঙ্গা। তবে তাঁর কপালের দিকে একবার লক্ষ্য করেছেন। তিনি সিঁদুর পরেছেন। কিন্তু কার জন্য? যদিও সেই নিয়ে কোনও উত্তর দেননি অভিনেত্রী। নববর্ষে একেবারে ঘরোয়া সাজে জমিয়ে করলেন ফটোশুট। একেবারে নতুন বউয়ের মতো লজ্জা পেতেও দেখা গেল অভিনেত্রীকে। ক্যাপশনে তিনি লিখেছেন, নতুন বছরকে স্বাগত জানাই ভালোবাসার সাথে.. আনন্দময় হোক নববর্ষের প্রতিটি দিন ...শুভ নববর্ষ। এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি তাঁর সিক্রেট নাকি যশের সঙ্গেও শেয়ার করেন না। তিনি তাঁর আদরের কুকুরের সঙ্গে সিক্রেট শেয়ার করেন।

Nusrat Jahan On Pohela Boishakh.

Advertisement