Advertisement

Parno Mittrah Exclusive: ‘ধর্মযুদ্ধ’ দেখে অনেকের বহু ভুল ভেঙে যাবে: পার্নো

দীর্ঘ অপেক্ষার অবসান হয়ে ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ‘ধর্মযুদ্ধ’ (Dharmajuddha)। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র, সোহম চক্রবর্তী। জবর, রাঘব, মুন্নি, শবনম ও আম্মির জীবনের এক ভয়াবহ রাতকে কেন্দ্র করেই ছবির মূল গল্প। ছবির নির্মাতাদের কথায়, ‘ধর্মযুদ্ধ’- মনুষ্যত্বের গল্প বলবে। ধর্মকে কেন্দ্রিক ছবি কি বেশি ঝুঁকিপূর্ণ বর্তমান সময় দাঁড়িয়ে? মতামত জানালেন ছবির 'শবনম' অর্থাৎ অভিনেত্রী পার্নো। ছবি মুক্তির আগে আজতক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উঠে এলো আরও নানা অজানা কথা।

Parno Mittrah says after watching Dharmajuddha many misconceptions will be gone

Advertisement
POST A COMMENT