Advertisement

Prosenjit Chatterjee Exclusive: পুজোয় বাংলা ছবির ভিড়! উৎসবপ্রেমী বাঙালি হলমুখী হবে? যা ভাবছেন প্রসেনজিৎ

শুরু হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। নানা প্ল্যানের সঙ্গে পুজোয় ছবি মুক্তি গত কয়েক বছরের একটা চল। গত কয়েকবারের ট্রেন্ড অনুযায়ী ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখী করতে ভিড়ে সামিল হন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি। এবছর দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে ৪ বাংলা ছবি। বলা যায়, জোরদার টক্কর চলবে টলিপাড়ায়। ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টাপাধ্যায়ের ছবি 'দশম অবতার'। বাঙালি হলমুখী হবে? bangla.aajtak.in-কে জানালেন প্রসেনজিৎ।

Advertisement
POST A COMMENT