scorecardresearch
 
Advertisement

Ritwick Chakraborty Exclusive: দাঙ্গায় মানুষ না, মনুষ্যত্ব মরে যায়: ঋত্বিক

Ritwick Chakraborty Exclusive: দাঙ্গায় মানুষ না, মনুষ্যত্ব মরে যায়: ঋত্বিক

দীর্ঘ অপেক্ষার অবসান হয়ে আগামী ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ‘ধর্মযুদ্ধ’ (Dharmajuddha)। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র, সোহম চক্রবর্তী। জবর, রাঘব, মুন্নি, শবনম ও আম্মির জীবনের এক ভয়াবহ রাতকে কেন্দ্র করেই ছবির মূল গল্প। ছবির নির্মাতাদের কথায়, ‘ধর্মযুদ্ধ’- মনুষ্যত্বের গল্প বলবে। বর্তমান সময় দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক এই ছবি? মতামত জানালেন ছবির রাঘব অর্থাৎ অভিনেতা ঋত্বিক। আজতক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উঠে এলো আরও নানা কথা।

Ritwick Chakraborty says riot do not kill people but humanity dies

Advertisement