Advertisement

Bengali Film Shooting Video: এবার স্বামী- স্ত্রী ঋত্বিক- শোলাঙ্কি! মৈনাকের নতুন ছবির শ্যুটিং ভিডিও

নতুন ছবি নিয়ে আসছেন মৈনাক ভৌমিক। আর সেই ছবিতেই প্রথমবার জুটিতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী ও শোলাঙ্কি রায়কে। রহস্যে মোড়া এই ছবিটির নাম 'ভাগ্য লক্ষ্মী'। টলিপাড়ার একঝাঁক চেনা মুখ রয়েছে ছবিতে। ঋত্বিক, শোলাঙ্কি ছাড়াও ছবিতে অভিনয় করছেন নীল মুখোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, লোকনাথ দে, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, রতন সরখেল, যুধাজিৎ সরকারের মতো শিল্পীরা। দেখুন কীভাবে হয়েছে ছবির শ্যুটিং। রইল সেই ভিডিও।

Advertisement
POST A COMMENT