Advertisement

RJ Somak Exclusive: 'রেডিও জকি থেকে অভিনেতা, মনে হচ্ছে দুম করে স্বপ্নটা ভেঙে যাবে', খোলামেলা আড্ডায় সোমক

এই নববর্ষে বড় পর্দায় আসছে 'দ্য একেন'। বাঙালির প্রিয় গোয়েন্দা একেন বাবু, এবার শৈল শহরের এক ভয়ঙ্কর রহস্যের সমাধান করবেন। এসভিএফ-র প্রযোজনায়, জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায়, রুপোলী পর্দাতেও চমক দেবেন একেন বাবু -অনির্বাণ চক্রবর্তী। ছবিতে প্রমোথ চরিত্রে অভিনয় করছেন আরজে সোমক। রেডিও জকি থেকে অভিনয়ের জার্নিটা কেমন? আগামী দিনেও ছবিতে দেখা যাবে তাঁকে? আজতক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন তিনি।

RJ Somak to play the character of Pramatha in The Eken detective bangla movie

Advertisement