Advertisement

Roosha Chatterjee Honeymoon: ‘ঊষশী’ হানিমুনে কোথায় গেলেন?

তাঁকে অবশ্য বেশিরভাগ দর্শকই চেনেন ‘ঊষশী’ নামে। ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের নিশীথ-ঊষশী জুটি প্রবল জনপ্রিয়তা পেয়েছিল। সেই ‘ঊষশী’, থুড়ি রুশা এবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন 19 জানুয়ারি। পরিবারের দেখাশোনায় রুশার সঙ্গে আলাপ হয় ‘পাত্র’র। ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়েন। পাত্র কোলকাতার, অশোকনগরের। নাম অনুরণ রায়চৌধুরী, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবে কর্মসূত্রে থাকেন ওয়াশিংটনের, সিয়াটেলে। বিয়ের পর রুশাও পাড়ি দিলেন। কথা এরমটাই ছিল।বিয়ের এতদিনের পর অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া তে পোস্ট করেন নিজের ছবি USA থেকে। তাই আপাতত অভিনয় জগত থেকে দূরে সরে যাচ্ছেন তিনি। ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের নাম ভূমিকায় অভিনয় করে প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল।

Roosha Chatterjee Honeymoon

Advertisement