scorecardresearch
 
Advertisement

আসতে চলেছে নতুন ফেলুদা সিরিজ 'সাবাশ ফেলুদা'

আসতে চলেছে নতুন ফেলুদা সিরিজ 'সাবাশ ফেলুদা'

আসতে চলেছে নতুন ফেলুদা সিরিজ 'সাবাশ ফেলুদা'। পরিচালক অরিন্দম শীল। সিকিমের গ্যাংটকে হাড়কাঁপানো ঠাণ্ডায় চলছে এই সিরিজের শ্যুটিং। কলকাতায় ঠাণ্ডার যাতায়াত থাকলেও পাহাড়ি এলাকায় জমিয়ে শীত। পরিচালকের সঙ্গে সেখানেই পৌঁছে গিয়েছেন ফেলুদা আর তোপসে। থুড়ি পরমব্রত চট্টোপাধ্যায় ও ঋতব্রত মুখোপাধ্যায়। এই সিরিজে দেখা যাবে রুদ্রনীল সেনগুপ্ত , সৌরসেনী ও ঋত্বিক চক্রবর্তীকে। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের দৃশ্যের সেই ছবি ভাগ করে নিয়েছেন পরিচালক সহ সিনেমার কলাকুশলীরা। সেখানে কখনও ফেলুদা ওরফে পরমব্রতকে দেখা যাচ্ছে পিস্তল হাতে আবার সৌরসেনীকে দেখা যাচ্ছে গাছের আড়াল থেকে পিস্তল তাক করে দাঁড়িয়ে থাকতে। সবকিছু মিলিয়ে গ্যাংটকে ফেলুদার টিম জমিয়ে শ্য়ুটিং করছেন আর তার সঙ্গে বেড়ানোতো রয়েছেই। সম্প্রতি ফেলুদার নতুন কাস্ট নিয়ে হত্যাপুরী বানিয়েছিলেন সন্দীপ রায়। ইন্দ্রনীল সেনগুপ্ত, আয়ুশ দাস, অভিজিৎ গুহকে নিয়ে ওই ছবি বানিয়েছেন তিনি তবে অরিন্দমের কাস্ট একেবারেই আলাদা। ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন ফেলুদা সিরিজ। প্রথম সিজনের গল্প সত্যজিৎ রায়ের লেখা 'সাবাশ ফেলুদা'।

Shabash Feluda shooting in Gangtok sikkim

Advertisement