Advertisement

Sohini Sengupta On Dev: 'দেব বড় স্টার, ওর পাবলিক ট্রান্সপোর্টে সমস্যা হতে পারে, আমার হবে না', কেন বললেন সোহিনী ?

সোহিনী সেনগুপ্ত এখনও মেট্রো-বাসে যাতায়াত করেন। এত বড় অভিনেত্রী হয়েও তাঁর লাইফস্টাইল আম আদমির মতোই। নিজে হাতে বাজার করেন, কেনাকাটা সারেন। সোহিনী জানান, তাঁর বাসে ট্রামে যাওয়া আসা করতে কোনও অসুবিধে হয় না। তারপরই দেবের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, 'দেব বড় স্টার। ওর সমস্যা হতে পারে।'

Exclusive Interview Of Actress Sohini Sengupta

Advertisement
POST A COMMENT