Advertisement

Srijit Mukherjee-Dawshom Awbotaar: টিম 'দশম অবতার'-কে সঙ্গে নিয়েই ধুমধাম করে জন্মদিন পালন সৃজিতের, VIDEO

শনিবার ছিল সৃজিত মুখোপাধ্যায়ের জন্মদিন। টলিউড পরিচালকের জন্মদিন পালন হল একেবারে ধুমধাম করে। এদিন তাঁর আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি 'দশম অবতার'- র ট্রেলার প্রিভিউয়ের আয়োজন করা হয়েছিল সংবাদমাধ্যম ও ইন্ডাস্ট্রির কিছু মানুষের জন্য। বিশেষ পার্টির আয়োজন করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ। হাজির ছিলেন ছবি কলাকুশলীরা সহ ইন্ডাস্ট্রির অন্যান্য মানুষেরা। সৃজিত পত্নী রাফিয়াত রশিদ মিথিলা সহ পরিবারের অন্যান্যদের নিয়েই কেক কাটলেন সৃজিত।

Advertisement
POST A COMMENT