Advertisement

Surangana Bandyopadhyay Exclusive: প্রিয় অভিনেতাদের একজন ঋদ্ধি, ওঁর সঙ্গে অভিনয়ে টেনশন হয়: সুরঙ্গনা

আগামী ১৯ অগাস্ট মুক্তি পাবে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি 'বিসমিল্লাহ'। 'প্রেমের সুরে, সুরের প্রেমে'মাখা ছবির ট্রেলার ইতিমধ্যে মন জয় করেছে বহু দর্শকের। সুর, প্রেমের পাশাপাশি 'বিসমিল্লাহ' ধর্মের প্রতি সম্মানের গল্প। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। 'বিসমিল্লাহ' নিয়ে আজতক বাংলার সঙ্গে এক্সক্লুসিভ আড্ডা দিলেন অভিনেত্রী- সঙ্গীতশিল্পী।

Surangana Bandyopadhyay says Riddhi Sen is her favourite actor the actress

Advertisement
POST A COMMENT