Advertisement

Swastika Mukherjee Exclusive: মাকে কড়া শাসনে রাখেন স্বস্তিকা কন্যা অন্বেষা? সিক্রেট ফাঁস করলেন স্বস্তিকা নিজেই

Swastika Mukherjee's Daughter: দুই দশকের বেশি সময় ধরে নিজের অসামান্য অভিনয় দক্ষতা এবং অন্য ধারার স্টাইল স্টেটমেন্টের জন্যে লাইমলাইটে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। একাধিক চ্যালেঞ্জিং চরিত্রের মাধ্যমে বারবার দর্শকদের মন ছুঁয়েছেন অভিনেত্রী । ছোট পর্দা, বড়পর্দা থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্ম- টলিউডের পাশাপাশি বলিউডেও দাপিয়ে কাজ করছেন স্বস্তিকা। মনের কথা অকপটেই বলে ফেলেন এই নায়িকা। সেই জন্যে প্রায়শই থাকেন চর্চার শীর্ষে। ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে, প্রমিত সেনের সঙ্গে স্বস্তিকার বিয়ে হয়। কিন্তু বৈবাহিক জীবন একদমই সুখকর হয়নি অভিনেত্রীর। শোনা যায়, গর্ভবতী অবস্থায়ও শিকার হতে হয়েছে নির্যাতনের। বিয়ের দু'বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। প্রমিত- স্বস্তিকার একমাত্র মেয়ে অন্বেষা, নায়িকার সঙ্গেই থাকেন এরপর থেকে। মা- মেয়ের নানা মুহূর্তের সাক্ষী থাকেন নেটিজেনরা। মেয়ের সঙ্গে কেমন বন্ডিং নায়িকার? বাংলা ডট আজতক ডট ইন-র সঙ্গে আড্ডার মাঝে শেয়ার করলেন স্বস্তিকা।

Advertisement
POST A COMMENT