Advertisement

Abhishek Chatterjee Death: টলিউডে ফের নক্ষত্র পতন, প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়

কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। পায়ের শিরায় গত দশ বারোদিন ধরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল । তারই মধ্যেই একটি বাংলা টিভি চ্যানেলে হোস্ট শো-তে নিয়মিত যাচ্ছিলেন। পারিবারিক বন্ধু অভিনেতা কৌশিক ব্যানার্জী জানিয়েছিলেন প্রচুর ওষুধ খেতে হতো তাঁকে। অসুস্থ অবস্থাতেও ফ্লোরে গেছিলেন অভিষেক। অসুস্থ হয়ে পড়েন সেখানেই। তাকে বাড়িতে নিয়ে যান চ্যানেলের লোকেরা। বাড়ির লোকের হাজার অনুরোধেও যেতে চাননি হাসপাতাল। বাড়িতেই দেওয়া হয় অক্সিজনে। মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

Tollywood actor abhishek chatterjee died at the age of 58

Advertisement