প্রজাপতি বক্সঅফিসে সফল হয়েছিল। এবার আসছে প্রজাপতি ২। নিজের ফেসবুকে ছবির শ্যুটিং শেষের ছবি দিয়েছেন অভিনেতা দেব। সেই সঙ্গে ঘোষণা করললেন ছবির মুক্তি ক্রিসমাসে।