Advertisement

Kanchan Sreemoyee: শ্রীময়ীরও 'লক্ষ্মীর ভাণ্ডার', বলছেন, 'বিধায়কের স্ত্রী, তো কী হয়েছে?'

তৃণমূল বিধায়ক কাঞ্চণ মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। এই দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এবিষয়ে শ্রীময়ীর সঙ্গে Bangla.aajtak.in-এর তরফে যোগাযোগ করা হয়। তিনি ফোনে জানান, 'হ্যাঁ, আমার লক্ষ্মীর ভাণ্ডার ছিল। ব্যাঙ্কের সমস্যায় বন্ধ হওয়াতে আবার আবেদন করেছি। লক্ষ্মীর ভাণ্ডার সবার জন্য। কোথাও লেখা নেই যে বিধায়কের স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না।' তিনি আরও বলেন, 'বিয়ে হয়েছে এক বছর। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার কবে থেকে দেওয়া হচ্ছে, তা জানতে হবে। অনেক বিজেপির নেত্রী-অভিনেত্রীরাও সরকারি সব সুযোগ সুবিধা নেন। আমি সকলের নামও জানি।'

Advertisement
POST A COMMENT