Advertisement

VIDEO: অভিনেত্রী ইন্দ্রানী দত্তর বাড়িতে নবমীর অঞ্জলি ঋতুপর্ণার

অভিনেত্রী ইন্দ্রানী দত্তর বাড়িতে নবমীর অঞ্জলি দিলেন টলিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ট্র্যাডিশনাল বাঙালি সাজে দেখা দিলেন ঋতুপর্ণা। হলুদ শাড়ি, লাল ব্লাউজে মাটিতে বসে বিধি মেনে অঞ্জলি দিলেন তিনি। একই সঙ্গে বাড়ির পুজোয় সমস্তটাই একা হাতে সামলান ইন্দ্রানী। গত লকডাউনে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এই পুজোয় চান, যেন এই মহামারী চিরতরে বিদায় নেয় বিশ্ব থেকে।

Actress Rituparna Sengupta attends Nabami anjali at Actress Indrani Dutta house

Advertisement