Advertisement

Susmita Sen:'সোনা নয়, নিজের জন্য হীরে কিনি'! ট্রোলারদের মোক্ষম জবাব সুস্মিতার

তিনি নাকি অর্থলোভী গোল্ড ডিগার। শুধুমাত্র টাকার জন্যই ১০ বছরের বড় ব্যবসায়ী ললিত মোদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সোশাল মিডিয়া জুড়ে এমন মন্তব্যের ছড়াছড়ি। সাধারণ মানুষ থেকে লেখক, তালিকায় বহু মানুষ রয়েছেন। এদের সকলকে একহাত নিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। জানিয়ে দিলেন, সম্পত্তির জন্য কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর প্রয়োজন নেই। গোল্ড নয়, নিজের জন্য হিরে কিনতেই বেশি পছন্দ করেন এবং তিনি তা নিজেই কিনে থাকেন।

Susmita Sen took a dig on haters calling her gold digger on social media

Advertisement
POST A COMMENT