scorecardresearch
 

Tamannaah Bhatia: Cannes-এর জন্য রওনা হলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া

Tamannaah Bhatia: Cannes-এর জন্য রওনা হলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া

আর কয়েক দিনের মধ্যএই শুরু হতে চলেছে বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কান। তা নিয়ে সারা বিশ্বের সিনেমাপ্রেমীদের চোখ পড়ে রয়েছে ফ্রান্স-এ। সোমবার রাতে কান-এর উদ্দেশ্যে উড়ে গেলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। মুম্বই বিমানবন্দরে দেখা গেল সুন্দরীকে। ব্রাউন রঙের স্যুট এবং হালকা নীল রঙের শার্ট পরেছিলেন তিনি। কোটে ফ্লোরাল এম্ব্রয়ডারির কাজ করা ছিল। ভারতের তরফ থেকে প্রতিনিধিত্ব করার জন্য অভিনেত্রী যথেষ্ট এক্সাইটেড ছিলেন। বিমানবন্দরে পাপারাৎজি এবং ফ্যানদের সঙ্গে কিছু ক্ষণ সময় কাটান তামান্না। ভক্তদের আব্দার মেটাতে দেদার সেলফিও তোলেন তিনি। আজতক বাংলার সঙ্গে দেখুন সেই ভিডিও।

Tamannaah Bhatia is going to represent India at Cannes Film Festival