Advertisement

31st Night Live With Adrit: প্রেম থেকে লাইফ জার্নি! গানে -আড্ডায় 'মিঠাই' -র সিড- আদৃত

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ আদৃত রায় (Adrit Roy)। বড় পর্দার মাধ্যমে অভিনয় জগতে পা রাখলেও, বর্তমানে তিনি বেশি জনপ্রিয় 'মিঠাই'-র সিদ্ধার্থ চরিত্রে। গত চল্লিশ সপ্তাহ ধরে টিআরপি লিস্টে, শীর্ষ স্থানে রয়েছে এই ধারাবাহিক। তবে অভিনেতার পাশাপাশি আদৃত যে সঙ্গীতশিল্পী, তা বোধ হয় সকলেরই জানা। অভিনেতার ফ্যানেদের জন্য নিউ ইয়ার্স ইভে রয়েছে বিশেষ চমক। গানের সঙ্গে জমজমাট আড্ডায় আজতক বাংলায় থাকবেন আদৃত। শেয়ার করবেন প্রেম থেকে লাইফ জার্নি সবটাই।

Adrit Roy aka Siddhartha of Mithai Bengali Serial musical adda

Advertisement