২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, নন্দনে প্রথম স্ক্রিনিং হয় শুভ্রজিৎ মিত্রের ছবি 'অভিযাত্রিক' (Avijatrik)। ইতিমধ্যে প্রশংসিত বহু প্রতীক্ষিত এই ছবি। বুধবার ছবির দ্বিতীয় দিনের স্ক্রিনিং হল চলচ্চিত্র শতবর্ষ ভবনে। এদিনের শো ছিল 'হাউজ ফুল'। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি হয়েছে ‘অভিযাত্রিক’। সত্যজিৎ রায় ‘অপু ট্রিলজি’ যেখানে শেষ করেছিলেন, ১৯৫৯-র ‘অপুর সংসার’-এর সেই দৃশ্যের ঠিক পরের থেকেই শুরু এই ছবির চিত্রনাট্য। উপস্থিত ছিলেন পরিচালকসহ অভিনেতা অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, শ্রীলেখা মিত্র, বিক্রম ঘোষ, উজ্জয়িনী মুখার্জি ও ছবির অন্যান্য কলা কুশলীরা। আজতক বাংলার সঙ্গে ভাগ করে নিলেন তাঁদের অভিজ্ঞতা।