২০০২ সালে গুজরাটের গোধরা ঘটনার উপর নির্মিত 'দ্য সবরমতী রিপোর্ট' ছবিটি নিয়ে সারা দেশে আলোচনা চলছে। ছবিতে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি। এই ধরনের বিতর্কিত বিষয় নিয়ে ছবিতে অভিনয় করতে ভয় লাগেনি? 'অ্যাজেন্ডা আজতক ২০২৪'-এর মঞ্চে বিক্রান্ত বললেন,'সবরমতী রিপোর্টে অভিনয়ের জন্য যখন সই করছিলাম, অনেকে বারণ করেছিল। বলেছিল, সমস্যায় পড়বে'।