Advertisement

Anant-Radhika Pre-Wedding: অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে গান গাইলেন অক্ষয় কুমার

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেলিব্রেশন এই মুহূর্তে আলোচনায়। গুজরাতের জামনগরে বসেছে আসর। আর এই অনুষ্ঠানে আমন্ত্রিত বলিউডের প্রায় সমস্ত তারকারা। তারা বিভিন্ন পারফন্সের মাধ্যমে জমিয়ে তুলেছেন এই প্রাক বিবাহ আসর। বলিউড স্টার অক্ষয় কুমারকে এতদিন দেখা গিয়েছিল নাচতে। তিনি যে গানও গাইতে পারেন, তা দেখালেন তিনি এই আসরে।

Advertisement
POST A COMMENT