অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেলিব্রেশন এই মুহূর্তে আলোচনায়। গুজরাতের জামনগরে বসেছে আসর। আর এই অনুষ্ঠানে চাঁদের হাট। দেশের নামি-দামি মানুষরা আমন্ত্রিত এই অনুষ্ঠানে। আর অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুললেন শাহরুখ খান। পাঠান ছবির ঝুমে যো পাঠান গানে নাচলেন। দিলেন আইকনিক পোজও।