টলিউডে এই প্রথম অভিনয় করতে চলেছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার এবং পরীমনি প্রথম এই ছবিতে একসঙ্গে ফ্রেম শেয়ার করতে চলেছেন। ফেলু বক্সি ছবির শ্যুটিংয়ের জন্য ছেলে পদ্মকে নিয়ে মঙ্গলবার রাতেই কলকাতায় আসেন পরী। এই ছবিতে পরী লাবণ্যর চরিত্রে অভিনয় করবেন। মঙ্গলবার মা ও ছেলে টুইনিং করে সবুজ রঙের পোশাক পরেছিলেন। বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমের সঙ্গে কিছু কথা বলে ছেলেকে নিয়ে গাড়িতে উঠে যান পরী। বুধবার থেকে এই ছবির শ্যুটিং শুরু।