scorecardresearch
 
Advertisement

Bangladesh Film Festival Exclusive: নন্দনে শুরু তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, হাজির দুই বাংলার বিশিষ্টজনেরা

Bangladesh Film Festival Exclusive: নন্দনে শুরু তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, হাজির দুই বাংলার বিশিষ্টজনেরা

বাঙালি সিনেমা প্রেমীদের জন্যে খুশির খবর। কলকাতার নন্দন চত্বরে শুরু হয়েছে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। শুক্রবার এপার ও ওপার বাংলার এক ঝাঁক তারকা ও বিশিষ্টজনেদের উপস্থিতিতে হয়ে গেল এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এইবারের চলচ্চিত্র উৎসবে তাঁকে বিশেষভাবে স্মরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, পশ্চিমবঙ্গের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি মন্ত্রী এবং নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনার তৌফিক হাসান, ভারত সরকারের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এছাড়াও হাজির ছিলেন অভিনেত্রী জয়া আহসান, রফিয়াথ রশিদ মিথিলা, পরিচালক সৃজিত মুখার্জি সহ আরও অনেকে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় 'হাসিনা: আ ডটারস টেল'। সকলের মুখে একই কথা, "আমরা বাঙালি, তাই সাংস্কৃতিক আদান-প্রদান বাড়াতে হবে, এর ফলে দুই বাংলার নৈকট্য স্থাপন হবে।" ৫ থেকে ৯ ফেব্রুয়ারি এই পাঁচদিন চলবে এই বছরের বাংলাদেশ চলচ্চিত্র উৎসব।

Advertisement