প্রভাত রায়ের প্রথম ছবির একটি গান গেয়েও টাকা নেননি লতা মঙ্গেশকর। প্রভাত রায়ের প্রথম ছবি ‘প্রতিদান’-এর যুগান্তকারী গান ‘মঙ্গলদীপ জ্বেলে’ গানের জন্য কোনও পারিশ্রমিক নেননি তিনি। জীবনের প্রথম লগ্নে তাঁর সংস্পর্শে আসা এবং পরে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, লতা মঙ্গেশকরের স্মৃতি চারণায় জানালেন চিত্রপরিচালক প্রভাত রায়।
Film Director Prabhat Roy's Reaction on Death of singer Lata Mangeshkar