বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রামের মেয়ে পুষ্পা ২'এর গান গেয়েছেন । গানের নাম ' পিলিংস " ! পুষ্পার ঝড়ে তোলপাড় সিনেমা প্রেমীরা , আর এই সিনেমাতেই বাঁকুড়ার কিংবদন্তি " লাল পাহাড়ির দ্যাশে যা " এর স্রষ্টা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা চক্রবর্তী একদম মুখ্য গায়িকা হিসেবে পুষ্পা ২ এর বাংলা ডাবিং এর " পিলিংস " গানটি গাইলেন । শ্রীজাতর লেখা এবং বাঁকুড়ার কন্যা অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের গাওয়া । সুর করেছেন দক্ষিণের সুপার হিট দেবী শ্রী প্রসাদ ।