বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী প্রত্যুষা। তবু মনে রেখো, মালবিকার কথা-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তিনি জানিয়েছেন, গত এক বছরেরও বেশি সময় ধরে এক ব্যক্তি তাঁকে অশালীন মেসেজ করছিলেন। একই সঙ্গে তাঁর ছবি বিকৃত করে পর্ন সাইটেও আপলোড করা হয়। প্রত্যুশার দাবি, এ সমস্ত অশালীন মেসেজ পাওয়ার পর তিনি ইমেলের মাধ্যমে লালবাজারে অভিযোগ জানান। তবে তার পরেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রত্যুশার দাবি, এ সমস্ত অশালীন মেসেজ পাওয়ার পর তিনি লালবাজারে অভিযোগ জানান। তবে তার পরেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রত্যুষা আরও বলেন, 'ব্যবস্থা তো নিলই না, উল্টে পুলিশ বলেছে উপেক্ষা করতে। ওই অ্যাকাউন্ট ব্লক করেছি, তারপরেও বিভিন্ন অ্যাকাউন্ট মেসেজ করেছে। তাঁর কথায়, 'যা মেসেজ পাঠাচ্ছে তাতে কথার মাধ্যমেই আমায় রেপ করছে প্রতিনিয়ত। রেপটা তো আমি অনেক ভালো ভাষায় বলছি। অবশেষে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা রুজু করে হয়েছে। একই সঙ্গে আই টি অ্যাক্টেও অভিযোগ দায়ের করা হয়েছে। আপাতত অভিযুক্ত অধরাই। কবে গ্রেফতার হয়, সেই অপেক্ষায় রয়েছেন প্রত্যুষা।