Advertisement

Hema Malini: 'RRR' টিমকে অস্কার জয়ের জন্য অভিনন্দন অভিনেত্রী হেমা মালিনীর

'RRR' টিমকে অভিনন্দন হেমা মালিনীর। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার। প্রায় ১৪ বছর পর ভারতে এল গোল্ডেন লেডি। আরআরআর সিনেমার নাটু নাটু গান সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নেয়। পাশাপাশি কার্তিকী গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মোঙ্গা প্রযোজিত তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’পুরস্কৃত হল সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে। বিজেপি সাংসদ ও অভিনেত্রী 'RRR' টিমকে অভিনন্দন জানান তাদের সাফল্যের জন্য।

Advertisement
POST A COMMENT