Advertisement

Akshay Kumar: বদ্রীনাথ ধাম দর্শন অভিনেতা অক্ষয় কুমারের

অক্ষয় কুমার আজ অর্থাৎ ২৮ মে বদ্রীনাথে গিয়েছিলেন। দর্শনের সময় কড়া নিরাপত্তায় দেখা গেছে অভিনেতাকে। মন্দিরে যাওয়ার সময় হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা জানান অক্ষয়। পোস্টটি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, "দেবভূমি উত্তরাখণ্ডে সৌভাগ্যের শুটিং!! শ্রী বদ্রীনাথ ধামের পথে। একেবারে আশ্চর্যজনক। কোন কথা নেই। জয় বদ্রী বিশাল।" কয়েকদিন আগেই কেদারনাথ ধামে গিয়েছিলেন অক্ষয় কুমার।

Advertisement
POST A COMMENT