কলকাতায় বলিউড স্টার সনু সুদ। শহরের অলিগলিতে ঘুরলেন অভিনেতা। ফতেহর প্রচারে শহরে আসেন সনু সুদ। হাওড়া ব্রিজের তলায় ভক্তদের সঙ্গে তুললেন সেলফি। চড়লেন হলুদ ট্যাক্সিতে। বাসে যাত্রীদের সঙ্গে করলেন আলাপ। এমনকি চালককে বসিয়ে কলকাতার হাত রিক্সা টানলেন তিনি। ঝটিকা সফরে কলকাতা জয় করলেন সনু সুদ।