Advertisement

Kumar Sanu on Chandrayaan-3: চন্দ্রযান-৩ এর সফল ল্যান্ডিংকে গান উৎসর্গ করলেন কুমার শানু, শুনুন

চাঁদের দক্ষিণ মেরুতে পৃথিবীর প্রথম দেশ হিসেবে চন্দ্রযান-৩ ল্যান্ড করিয়ে দিয়েছে ভারত। যার ঘোর এখনও কাটেনি। অভিনন্দন, প্রশংসা, উচ্ছ্বাসের বন্যা বয়ে চলেছে। যাতে শামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, বিখ্যাত মানুষরাও। শিলিগুড়িতে নিজের গানের প্রোজেক্ট লঞ্চিংয়ের প্রোগ্রামে হাজির হয়েছিলেন বলিউড সিঙ্গার কুমার শানু। তিনি নিজেও উচ্ছ্বসিত এই চন্দ্রযান নিয়ে। এমনকী সূর্যের দিকে যে অভিযান শুরু হতে চলেছে, তা নিয়েও তিনি অত্য়ন্ত আশাবাদী। তার মধ্যেই তিনি চন্দ্রযানের প্রতি নিজের একটি গান ডেডিকেট করে দিলেন। তিনি এমনিতে তাঁর দীর্ঘ ক্যারিয়ারে একাধিক গান গেয়েছেন চাঁদ নিয়ে। তাঁর মধ্যে কোন গানটি চন্দ্রযানের সাফল্যে ডেডিকেট করতে চান, তা জানতে চাইলে তিনি নির্দ্বিধায় বেছে নেন মিস্টার আশিক সিনেমা থেকে 'মেরা চাঁদ মুঝে আয়া হ্যায় নজর' গানটিকে। এদিন তিনি, তারপরই উপস্থিত ভক্তদের অনুরোধে গানের মুখরাও গেয়ে শোনান।

Advertisement
POST A COMMENT