সিদ্ধার্থ শঙ্কর রায়। সবাই চেনে সিধু নামে। ক্যাকটাস ব্যান্ডের প্রতিষ্ঠাতা। ডাক্তার হওয়ার কথা। হয়েওছিলেন। কিন্তু একদিন হঠাৎ ডাক্তারি ছেড়ে দেন। পাকাপাকিভাবে মনোনিবেশ করেন গানে। তারপর কেটে গেছে বহু বছর। আজও ডাক্তারি পেশায় ফেরেননি। 'ব্যক্তিগত'-তে সেই গল্প শোনালেন গায়ক।
Exclusive Interview Of Singer Sidhu