Advertisement

Hawa- Chanchal Chowdhury: 'ঘূর্ণিঝড়ের সময় মাঝ সমুদ্রে ছিলাম, ভেবেছিলাম আর ফিরব না'! 'হাওয়া-র শ্যুটিং অভিজ্ঞতা শেয়ার চঞ্চলের

'সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা...,' গত কয়েক মাস ধরে সকলের মুখে মুখে ফিরছে বাংলাদেশের 'হাওয়া' ছবির এই গান। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই ছবি, গত জুলাই মাসে মুক্তির পর ওপার বাংলায় ব্যাপকভাবে সফল। ৯৫ তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশ থেকে লড়ায়ের জন্য পাঠানো হয়েছে 'হাওয়া'। ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে এবং ৩০ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাচ্ছে এই ছবি। শুক্রবার ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে 'হাওয়া'। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জার্নি শেয়ার করলেন টিম 'হাওয়া'।

Bangladeshi Actor Chanchal Chowdhury On Flim 'Hawa' Shooting

Advertisement
POST A COMMENT