Advertisement

Dona Ganguly's Basanta Utsav: শহরে ডোনার বসন্ত উৎসব, দেখুন দীক্ষামঞ্জরীর নাচের শেষ মুহূর্তের প্রস্তুতি

করোনা মহামারির কারণে বসন্ত বরণ উৎসব হতে পারেনি। সেই আক্ষেপ বহু আগে থেকেই ছিল। তবে কেটে গিয়েছে তিনটে বছর। আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের সংস্থা দীক্ষামঞ্জরী। নিজের সংস্থার উদ্যোগে আরও একবার বসন্ত উৎসবের আয়োজনে মেতে উঠেছেন সৌরভ-পত্নী। দোল উৎসবের আগেই জোর কদমে মহড়া শুরু হয়ে গিয়েছে দীক্ষামঞ্জরী-তে।

Advertisement
POST A COMMENT