দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এ দিন তাঁর দীক্ষামঞ্জরী পারফর্ম করে। তার আগে এ দিন ডোনা জানান,'আমি জগন্নাথদেবের ভক্ত। নিজেদের রাজ্যে এমন মন্দির দেখে অভিভূত'।