গৌতম আদানি আগেই বিয়েতে খুব বেশি জাঁকজমক হবে না বলে জানিয়েছিলেন। সেই মতোই ছেলে জীত আদানির বিয়েতে মাত্র ৩০০ জনের মতো অতিথির আমন্ত্রণ ছিল। আর ৫টা গুজরাটি বিয়ের মতোই সমস্ত রীতিনীতি মেনে অনুষ্ঠান, মালাবদল হয়। দেখুন ভিডিও