Advertisement

India Today Conclave 2024: 'কেরিয়ারের শিখরে যখন উঠলাম, তখনই শারীরিক সমস্যা হল', আক্ষেপ সামান্থার

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বললেন, "অনেক সময় মনে হয়েছে কেন আমি? তবে এখন বেশ অনেকদিন কেটে গেছে এখন আর ভয় লাগে না। আমি কাজ করতে খুব ভালোবাসি। একেবারে অলস না, সব সময় সক্রিয় থাকি। মাত্র ৫ ঘণ্টা ঘুমতাম। তবে এখন বুঝি শরীরের রেস্টটা খুব দরকার। আমি এমন একটা রোগে আক্রান্ত হয়েছি, যার জন্যে ভয় পেতাম একদিন সকালে ঘুম থেকে উঠবো আর সব শেষ হয়ে যাবে। অটো ইমিউন ডিজিজে আক্রান্ত হয়েছি আমি। কেরিয়ারের শিখরে যখন উথলাম, তখনই শারীরিক সমস্যা হল।"

Advertisement
POST A COMMENT