Advertisement

India Today Conclave 2024: কীভাবে ইন্টারনেট সেনসেশন হলেন ওরি? জানালেন নিজেই

বেশ কয়েক মাস ধরেই নেট দুনিয়ায় ঝড় তুলছেন এই ওরি। বি-টাউনের স্টার কিডসের সঙ্গে ওরির মাখো মাখো বন্ধুত্ব সকলেরই নজর কেড়েছে। জাহ্নবী কাপুর থেকে সারা আলি খান, সুহানা থেকে খুশি কাপুর অথবা অজয় দেবগণের মেয়ে নায়াসা, সকলের সঙ্গেই ওরিকে পার্টি করতে, সেলফি পোস্ট করতে দেখা যায়। ইন্ডিয়া টুডে কনক্লেভের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন ওরি। আর এখানেই তিনি জানান কেন এত জনপ্রিয় ওরি। ওরিকে প্রশ্ন করা হয় যে গুগল সার্চ করলেই তাঁকে নিয়ে একটাই প্রশ্ন আসে যে ওরি কেন এত জনপ্রিয়? ওরি এ বিষয়ে একেবারে নিজের মতো করেই বলেন, 'আমার পোজ, হাঁটাচলা ও কথা বলার ভঙ্গীমাতেই আমি পপুলার। এছাড়া আমি তারকা সন্তানদের অ্যান্ড ফ্রেন্ডস। আসলে আমি এই অ্যান্ড ফ্রেন্ডসটাকে পেশাগতভাবে নিয়ে নিয়েছি। বলা চলে প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডস। আর এভাবেই আমি জনপ্রিয় হয়েছি।'

Advertisement
POST A COMMENT