Advertisement

Jayati Chakraborty: 'আমাকে যে দল প্রার্থী করবে, তারা ঠকবে; TMC অফার দিয়েছিল তো', 'ব্যক্তিগত' জয়তী

তৃণমূল কংগ্রেস তাঁকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে তিনি রিজেক্ট করেছিলেন। বলেছিলেন, রৌদ্রে বেরোতে পারবেন না। গানের গলাও খারাপ হয়ে যাবে। সেই কারণে তিনি ভোটে দাঁড়াতে চান না। 'ব্যক্তিগত'-তে নিজেই জানালেন গায়িকা জয়তী চক্রবর্তী। তাঁর মতে, 'আমি গায়িকা হিসেবেই থাকতে চাই। মানুষের যে ভালোবাসা পেয়েছি, তা তো সঙ্গীতশিল্পী হিসেবেই।'

Exclusive Interview Of Singer Jayati Chakraborty

Advertisement
POST A COMMENT