Advertisement

Koushani Mukherjee Exclusive: 'আমার নাম কোনও দিন দুর্নীতির সঙ্গে জড়াবে না...!' ওপেন চ্যালেঞ্জ কৌশানীর

টলিপাড়ার চেনা মুখ কৌশানী মুখোপাধ্যায়। বিনোদন জগৎ ছাড়াও আরও একটি পরিচিতি আছে তাঁর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল- কগ্রেসের হয়ে কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও জয়ের মুখ দেখেননি। বর্তমানে ছবির কাজেই মন দিয়েছেন নায়িকা। তবে মাস পাঁচেক আগে তাঁর নাম উঠে আসে শিরোনামে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে যোগসূত্রের জেরে নাম জড়ায় কৌশানীর বয়ফ্রেন্ড- অভিনেতা বনি সেনগুপ্তর। তলব পেয়ে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিনেতা। সেই সময় গুঞ্জন শোনা যায়, এবার দুর্নীতি কাণ্ডে নাম সামনে আসবে আরও ৩ টলি অভিনেত্রীর। যার মধ্যে কৌশানীর নামও রয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি কৌশানীর বিরুদ্ধে। এই প্রসঙ্গে bangla.aajtak.in-এর কাছে বিস্ফোরক মন্তব্য করলেন টলি নায়িকা।

Advertisement
POST A COMMENT