scorecardresearch
 

India Today Conclave 2023: আমায় 'সেক্স সিম্বল' বললে ভালই লাগে: মালাইকা অরোরা

India Today Conclave 2023: আমায় 'সেক্স সিম্বল' বললে ভালই লাগে: মালাইকা অরোরা

শুক্রবার শুরু হয়েছে ইন্ডিয়া টুডে কলক্লেভ ২০২৩ (India Today Conclave 2023)। ১৭ ও ১৮ মার্চ, দু'দিন ব্যাপী চলবে কনক্লেভের ২০তম এডিশন। এবারের থিম 'দ্য ইন্ডিয়া মোমেন্ট'। দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল ও তাবড় ব্যক্তিত্বরা নিজেদের মত বিনিময় করবেন এই মঞ্চে। দ্বিতীয় দিন মঞ্চে হাজির মালাইকা অরোরা। মালাইকা অরোরা বললেন, "অনেকে আগে মনে করতেন আমায় সুন্দর দেখতে...আমি ভাল নাচ করি... এভাবেই জনপ্রিয়তা পাওয়া সম্ভব। তবে ৩০ বছর টিকে থাকা এবং একই সঙ্গে প্রাসঙ্গিক থাকা একেবারেই সহজ ছিল না। আমার মনে হয় না শুধুমাত্র সৌন্দর্য থাকলেই এটা সম্ভব নয়, কারণ সৌন্দর্য একদিন ম্লান হয়ে যেতে পারে।"

Malaika Arora at India Today Conclave 2023