Advertisement

Exclusive Video: আমার কাছে বসন্ত উৎসব মানে শচীন কত্তার গান: অরিত্র

'দোলের সঙ্গে গানের একটা বিরাট সম্পর্ক রয়েছে এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। রবি ঠাকুরের গান ছাড়া দোল অসম্পূর্ণ বলে মনে হয়। এ ছাড়া শচীনদেব বর্মনে বেশ কিছু গান আমার ভীষণ ভালো লাগে। গানগুলির সঙ্গে বসন্তের খুব গভীর সম্পর্ক রয়েছে বলে আমার মনে হয়। দোলের সময় আমার বাড়িতে অন্তত এই গানগুলি তুমি শুনতে পাবেই।' এমনটাই জানালেন সংগীত শিল্পী অরিত্র দাশগুপ্ত।

Advertisement