Advertisement

Monalisa Exclusive Video: 'ঝুমা বৌদি'র পছন্দ সর্ষে-ইলিশ! খোলামেলা আড্ডায় মোনালিসা

অভিনেত্রী মোনালিসা (Monalisa) ওরফে 'দুপুর ঠাকুরপো' (Dupur Thakurpo)-র ঝুমা বৌদি, সবসময় তাঁর স্টাইল স্টেটমেন্টের জন্য আলোচনায় থাকেন। ভোজপুরি ছবিতে সবচেয়ে জনপ্রিয় হলেও হিন্দি, ওড়িয়া, তামিল,কন্নাড়, তেলুগু ও বাংলা ছবিতেও একাধিক কাজ করেছেন তিনি। বর্তমানে কর্মসূত্রে মুম্বইতে থাকলেও, অনেকরই অজানা কলকাতাতেই জন্ম তাঁর। শুধু তাই নয় যোগমায়া দেবী কলেজে পড়তেন মোনালিসা। ব্যস্ততার ফাঁকে যখনই ছুটি পান, চলে আসেন নিজের শহরে, মায়ের কাছে। আজতক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তিলোত্তমাকে নিয়ে তাঁর নস্ট্যালজিয়া। শেয়ার করলেন প্রিয় খাবার থেকে নানা অজানা কথাও। দেখুন এই ভিডিয়ো।

Advertisement