সুরসম্রাজ্ঞীর সুরলোকে চলে যাওয়াতে সুরকার শান্তনু মৈত্র তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন। ছোটবেলা থেকেই লতা মঙ্গেশকরের গানের সঙ্গে বড় হয়েছি। যেখানেই গেছি লতাজির গান সঙ্গে ছিল। তাঁর বয়স হয়েছিল ঠিকই তবু তাঁর চলে যাওয়াটা মানতে কষ্ট হয়। যখন ওঁনার প্রয়াণের খবর পেলাম মনে হল যেন কিছু একটা খালি হয়ে গেল। তিনি চলে গেছেন কিন্তু তাঁর গান অমর থেকে গেল।
Shantanu Moitra's Reaction on Death of singer Lata Mangeshkar