Advertisement

Ustad Rashid Khan: শাস্ত্রীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন, সুরলোকে ওস্তাদ রশিদ খান

শাস্ত্রীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। প্রয়াত ওস্তাদ রশিদ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। একমাসের বেশি সময় ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন রশিদ খান। মঙ্গলবার সঙ্গীতশিল্পীর অবস্থার অনতি হওয়ার কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বিগত কয়েকমাস ধরেই হাসপাতালে চিকিৎসাধীন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রশিদ খান। জানা গিয়েছিল, অতীতে তাঁর প্রস্টেটে ক্যানসার হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। তার মধ্যেই তাঁর মস্তিষ্কে একাধিক বার স্ট্রোক হয়। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষরক্ষা হল না। চিরতরে হারিয়ে গেলেন দরাজ কন্ঠের শিল্পী রশিদ খান।

Advertisement
POST A COMMENT