চলছে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নন্দন চত্বর হয়ে উঠেছে সিনেমা ও উৎসব প্রেমী বাঙালিদের মিলন ক্ষেত্র। চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনেও আয়োজন করা হয়েছিল এক সিনে আড্ডার (Cine Adda)। বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয় 'গান শোনা না গান দেখা' ছিল এদিনের আলোচনার বিষয়বস্তু। একতারা মুক্তমঞ্চে উপস্থিত ছিলেন বাংলার এক ঝাঁক সঙ্গীতশিল্পীরা। রূপঙ্কর বাগচী, সোমলতা আচার্য, লোপামুদ্রা মিত্র, বিক্রম ঘোষ, সুরজিৎ চট্টোপাধ্যায়, স্বপন বসু, লগ্নজিতা চক্রবর্তী এবং সঞ্চালক অরিন্দম শীল শুধু প্রাসঙ্গিক আলোচনা নয়, গানে - গানে জমিয়ে দিয়েছিলেন এদিনের সন্ধ্যা।