Advertisement

Ambarish in remembrance of Narayan Debnath: নারায়ণ দেবনাথের স্মৃতিচারণায় অভিনেতা অম্বরীশ

“তাঁর সৃষ্টি করা চরিত্ররা যেন থাকে দুধেভাতে।” এরকমি চেয়ে ছিলেন তিনি। অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যকে বলেছিলেন নন্টে ফন্টের স্রষ্টা। তাঁর সৃষ্টি করা চরিত্ররা অম্বরীশকে অভিনেতা বানানোর বীজ রোপন করেছিল। অম্বরীশের আক্ষেপ, নারায়ণ দেবনাথের চলে যাওয়া, আমাদের শৈশবকে নিয়ে চলে যাওয়া।

Actor Ambarish Bhattacharya reminisced about Narayan Debnath

Advertisement